বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ত্রিশালে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি  

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি 

ত্রিশালে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি  

প্রায় দশ মিনিট একটানা ছোট বড় মাঝারি আকারের শিল পড়ার কারণে বাসা বাড়িতে ঘুমিয়ে থাকা লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। লোকজন ঘুম থেকে জেগে শিলাবৃষ্টি নিজ চোখে দেখেন। এরমধ্যেই অনেকের বসতঘরের চাল ফুটো হয়ে যায়। তবে এ ঘটনায় কোন ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

গত রোববার গভীর রাতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পৌর এলাকাসহ বিভিন্ন এলাকায় তীব্র দাবদাহের পর শিলাবৃষ্টির তাণ্ডব চালায়। শিলাবৃষ্টিতে কৃষকের বোরো ধানের ক্ষয়ক্ষতিসহ অনেক মানুষের টিনের ঘরের চাল ছিদ্র হয়ে যায়। 

উপজেলা রামপুর ইউনিয়নের কাকচর এলাকার ব্যবসায়ী আবু ইয়াহিয়া জানান, গত রোববার রাতে শিলা বৃষ্টিতে আমাদের ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। আমার জন্মের পর কখনো এমন শিলা বৃষ্টি দেখেনি। ত্রিশাল পৌরসভার দরিরামপুর এলাকার আনোয়ার জানান, আমার ঘরে চালে লাগানো সবগুলো টিন ছিদ্র গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদউল্লাহ বলেন, ইতোমধ্যে ত্রিশাল আসনে এমপি এবিএম আনিছুজ্জামান শিলা বৃষ্টির ক্ষয়ক্ষতির পরিমাণ জেনে তাকে অবহিত করতে বলেছেন। আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি।

টিএইচ